জ্বালানি তেলকে বিদায় !
নিশ্চিন্ত হতে পারেন গাড়ির মালিকরা। বিশেষত যারা তেলের খরচ যোগানোর চিন্তায় অধীর হয়ে ছিলেন। তাদের জন্যই ফরাসি গাড়ি প্রস্তুতকারক সংস্থা প্রাজিও নিয়ে আসছে বায়ুচালিত গাড়ি।
শুনে অবাক হচ্ছেন, তাই তো। একটু অবাক হওয়ারই কথা। কারণ পানি দিয়ে গাড়ি চালানোর কথা শুনলেও বাতাসে গাড়ি চলবে। এমন চিন্তা মাথায় আসতে একটু সময় তো লাগবেই।
তবে এই গাড়ির ‘হাইব্রিড বায়ু’ ইঞ্জিন পেট্রল ও বাতাসের সমন্বয়ে চলবে। ঘটনা হল এই প্রযুক্তিতে তেল খরচ হবে কম। প্রস্তুতকারক সংস্থার মতে শতকরা ৮০ ভাগ তেল খরচ কমিয়ে আনবে এই গাড়ি।
গাড়িটি বাতাস ও পেট্রল দুইটাতেই চলতে পারবে। আবার চাইলে দুই শক্তির সমন্বয়েও চলবে এই ‘এয়ার হাইব্রিড’ গাড়ি। গ্যাসোলিন ইঞ্জিন ও এয়ার ইঞ্জিন দু’টোর মাধ্যমেই শক্তি উৎপন্ন হবে।
প্রাজিও তাদের এক বিবৃতিতে বলেছে, “শহরাঞ্চলের গাড়ি চালানোর জন্য বায়ু চালিত গাড়ি অত্যন্ত উপযোগী।” তবে এই হাইব্রিড ইঞ্জিনের গতি কিছুটা কমই হবে। ঘণ্টায় ৭০ কিলোমিটারের কম যেতে পারবে এক গ্যালনে।
তবে ২০২০ সাল নাগাদ এই প্রযুক্তিকে আরও আধুনিক রূপ দেয়া হবে। যে কারণে এক গ্যালনে ১১৭ মাইলও যেতে পারবে প্রতি ঘণ্টায়।
এই হাইব্রিড গাড়ির সবচেয়ে চমকপ্রদ তথ্য হচ্ছে বর্তমান প্রচলিত ব্যয়বহুল ব্যাটারি ব্যবহারের প্রয়োজন হবে না এই চারচক্র যানে। এছাড়াও এই গাড়ির হাইব্রিড এয়ার সিস্টেম সুলভ মূল্যে কেনা যাবে।