জোড় ইজতেমার দ্বিতীয় দিন অতিবাহিত : মঙ্গলবার মুনাজাত
গাজীপুর, ২১ ডিসেম্বর ২০১৩ (বাসস) : টঙ্গীর তুরাগ নদীর তীরের বিশাল ময়দানে শনিবার তাবলীগ জামাতের ৫ দিনব্যাপী জোড় ইজতেমার দ্বিতীয় দিন অতিবাহিত হয়েছে।
বিশ্ব ইজতেমার অন্যতম মুরুব্বী প্রকৌশলী মোঃ গিয়াস উদ্দিন জানান, জোড় ইজতেমায় বিশ্ব তাবলীগ জামায়াতের বর্ষিয়ান বুজুর্গ মুরুব্বীগণ মুসল্লীদের উদ্দেশ্যে বয়ান করছেন। শনিবার বাদ ফজর তাবলীগের ছয় উসুলের ওপর বয়ান করেন হযরত মাওলানা শওকত আলী। বাদ জোহর বয়ান করেন, হযরত মাওলানা ইব্রাহীম। আগামী মঙ্গলবার মুনাজাতের মাধ্যমে ৫ দিনব্যাপী জোড় ইজতেমার সমাপ্তি ঘটবে। শুক্রবার থেকে শুরু হওয়া বিশ্ব তাবলীগ জামায়াতের ৫ দিনব্যাপী এ জোড় ইজতেমায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে জামাতবন্দী দ্বীনি মুসল্লীরা যিকিরের সাথে দলে দলে এসে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে শামিল হয়েছেন। প্রতি বছরের ন্যায় এবারও আগামী ২৪ জানুয়ারী থেকে দু’পর্বের বিশ্ব ইজতেমা শুরুর আগে এ জোড় ইজতেমা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তাবলীগ মুরুব্বীরা জানান শুক্রবার দিবাগত রাত ইজতেমা ময়দানের ওপর দিয়ে একটি জড়ো বাতাস বয়ে যায়। এসময় হাল্কা কিছু বৃষ্টিও হয়। এতে মুসল্লীরা অসুবিধায় পড়েন। |