চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু এবং স্বতন্ত্র প্রার্থী বরুড়া উপজেলার মো. দুলাল মিয়া মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছিলেন। কিন্তু মো. দুলাল মিয়ার মনোনয়নপত্র বাতিল করেছেন কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।

প্রস্তাব ও সমর্থনকারীর স্বাক্ষর মিল নেই জানিয়ে ওই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। এছাড়াও সাধারণ সদস্য পদে আরও ৬ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা আপিলের সুযোগ পাবেন।

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী মো. দুলাল মিয়া জানান, ষড়যন্ত্র করে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তিনি মনোনয়নপত্র বাছাইয়ে সিদ্ধান্তের বিষয়ে আপিল করবেন।

নির্বাচন কমিশন সূত্র জানায়, ১৭ অক্টোবর অনুষ্ঠেয় কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা দুই হাজার ৬৮০ জন। এর মধ্যে পুরুষ দুই হাজার ৫৩ এবং নারী ভোটার রয়েছেন ৬২৭ জন।

মনোনয়নপত্র বাছাইয়ে সিদ্ধান্তের বিষয়ে আপিল করা যাবে ১৯ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ২২ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৫ সেপ্টেম্বর এবং প্রতীক বরাদ্দ হবে ২৬ সেপ্টেম্বর।