জেলায় জেলায় চিঠি যাচ্ছে খালেদা জিয়ার

02/12/2015 1:05 pmViews: 7
জেলায় জেলায় চিঠি যাচ্ছে খালেদা জিয়ার

 

দল মনোনীত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে নির্দেশনা দিয়ে জেলায় জেলায় চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ-কালের মধ্যেই গুলশান কার্যালয় থেকে একযোগে সব জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর এই চিঠি পাঠানো হবে বলে দলের একটি সূত্র নিশ্চিত করেছে।

জানা গেছে, ওই চিঠিতে সংশ্লিষ্ট এলাকার দল মনোনীত মেয়র প্রার্থীর নামও উল্লেখ থাকবে। ওই প্রার্থীর পক্ষে সবাইকে কাজ করার নির্দেশনাও থাকবে। দলীয় প্রতীকে প্রথমবারের মতো পৌরসভা নির্বাচনকে যে বিএনপি গুরুত্বের সঙ্গে নিয়েছে, চিঠি পাঠানোর সিদ্ধান্ত সেটাই প্রমাণ করে বলে মনে করেন নীতিনির্ধারকরা।

কেউ দলের চেয়ারপারসনের এমন নির্দেশনা অমান্য করে কাজ করলে সংগঠনবিরোধী বলে বিবেচিত হবে- এমনটাই মনে করছেন কেন্দ্রীয় নেতারা। চিঠিতে দলবিরোধী কর্মকাণ্ড কিংবা সিদ্ধান্ত অমান্য করে কেউ বিদ্রোহী প্রার্থী হলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার কোনো নির্দেশনা নেই। তবে তাদের কর্মকাণ্ড বিবেচনা করে পরে দল পুনর্গঠনে তাদেরকে গুরুত্বপূর্ণ পদ নাও দেয়া হতে পারে। দলের চেয়ারপারসনের নির্দেশনা পাওয়ার পর আসন্ন পৌরসভা নির্বাচনে বিদ্রোহ কম হবে বলে ধারণা কেন্দ্রীয় নেতাদের। বিএনপি নেতারা জানান, বর্তমানে দল চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। গত দুটি আন্দোলনে নেতাকর্মীদের নামে হাজার হাজার মামলা দেয়া হয়। অসংখ্য নেতাকর্মী এখনও কারাগারে। নতুন করে গ্রেফতার আতংকে অনেকেই আত্মগোপনে। এমন পরিস্থিতিতে পৌরসভা নির্বাচনে অংশ নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। দলের এই ক্রান্তিকালে সবাই যাতে ঐক্যবদ্ধভাবে কাজ করেন সেই ব্যাপারে নানা পদক্ষেপ নেয়া হচ্ছে। এর অংশ হিসেবে দলের চেয়ারপারসন চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন।

Leave a Reply