জেরুজালেমে ৫৫০ বাড়ি তৈরির অনুমোদন দিল ইসরাইল

06/02/2014 7:30 amViews: 8

 

জেরুজালেমে ৫৫০ বাড়ি তৈরির অনুমোদন দিল ইসরাইল

 

ফিলিস্তিনের পূর্ব জেরুজালেমে নতুন করে ৫৫০ এর বেশি বাড়ি নির্মাণের পরিকল্পনায় অনুমোদন দিয়েছে ইসরাইল।বুধবার ইসরাইলের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে আল জাজিরা এ খবর জানায়।

 

খবরে বলা হয়, ইতোমধ্যে পূর্ব জেরুজালেমে ইসরাইলের তিনটি বসতি রয়েছে। এসব বসতিতে নতুন করে দেশটি ৫৫০টিরও অধিক বাড়ি তৈরির অনুমতি দেয়।

 

ইসরাইলের দখল করা ফিলিস্তিনের জেরুজালেমের নগর কর্তৃপক্ষ জানায়, নতুন করে বাড়ি নির্মাণে একটি পরিকল্পনা কমিটি গঠন করেছে জেরুজালেম কর্তৃপক্ষ।

 

এই কমিটি ইতোমধ্যে জেরুজালেমের হোমায় ৩৮৬, নেভে ইয়াকভে ১৩৬ ও পিসগ্যাট জিভে ৩৬টি ইউনিটের অনুমোদন দিয়েছে।

 

১৯৬৭ সালে ইসরাইল ফিলিস্তিতের পূর্ব জেরুজালেম অবৈধভাবে দখল করে নেয়। এরপরও দেশটি জেরুজালেমের সীমা আরো সম্প্রসারিত করে যাচ্ছে।

 

এতে করে দেশটি বসতি স্থাপন প্রক্রিয়া অব্যাহত রেখেছে। যেটি আন্তর্জাতিক আইনের সম্পূর্ণ লঙ্ঘন।

Leave a Reply