জেরিন নিজেই বলছেন, একটু বেশি হয়ে গেছে
হেট স্টোরি থ্রি-তে তিনি একেবারে হট অবতারে। জেরিন খানের সাহস বিক্রি করেই বক্স অফিস উতরাতে চান প্রযোজক-পরিচালকরা। ৪ ডিসেম্বর মুক্তি পাবে বলিউডের কামুক ঘৃণা সিরিজের তৃতীয় সংস্করণ হেট স্টোরি থ্রি। তার আগে ছবির অভিনেতারা ব্যস্ত প্রচারে। এ ব্যাপারে প্রতিবেদন ছেপেছে ভারতের বিখ্যাত গণমাধ্যম জিনিউজ।
গত ১৬ অক্টোবর ইউটিউবে মুক্তি পেয়েছে বহুল সমালোচিত ‘হেট স্টোরি’-এর সিক্যুয়াল ‘হেট স্টোরি ৩’-এর ট্রেলার। আর ট্রেলার প্রকাশের পর বরাবরের মত নগ্নতার কাঠগড়ায় ছবির কলাকূশলীরা।
ট্রেলার রিলিজ প্রকাশের পর থেকেই অন্তর্জালসহ সব জায়গাতেই চলছে ‘হেট স্টোরি ৩’-এ নগ্নতা বিতর্ক। সমালোচকরা বলছেন, ‘হেট স্টোরি ৩’-এ যে নগ্নতার প্রদর্শন হয়েছে তার আগের দুটি বিতর্কিত সিক্যুয়ালকেও ছাড়িয়ে গেছে। সারমান জোশি, ডেইজি শাহ, করন গ্রোভার এবং জেরিন খানের মত তারকা এবার নগ্নতার অভিযোগে অভিযুক্ত। ট্রেলার লাঞ্চ করার পর থেকেই তাদের এ নিয়ে বিভিন্ন প্রশ্নের সম্মুখিন হতে হচ্ছে।