জেএমবি’র গাড়ি চালক জাকারিয়ার স্ত্রী স্বপ্না আটক

24/02/2014 6:48 amViews: 7

গাজীপুর : ময়মনসিংহের ত্রিশালে জেএমবি’র আসামি ছিনিয়ে নেয়ার ঘটনায় জড়িত এবং টাঙ্গাইলের সফিপুর থেকে আটক জাকারিয়ার স্ত্রী স্বপ্নাকে আটক করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় তাকে জেলার গাজীপুরা থেকে আটক করা হয়। এ সময় বিপুলসংখ্যক জিহাদী বই, ল্যাপটপ, মডেম ও পেনড্রাইব জব্দ করা হয়।

টঙ্গী থানার ওসি ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পুলিশ জানায়, সন্ধ্যায় গাজীপুরা এলাকায় অভিযান চালিয়ে জেএমবি জাকারিয়ার স্ত্রী স্বপ্নাকে আটক করা হয়েছে। এ সময় বিপুলসংখ্যক জিহাদী বই, ল্যাপটপ, মডেম ও পেনড্রাইব জব্দ করা হয়। পরে স্বপ্নাকে জয়েন্ট ইন্টারোগেশন সেলে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মেটো্রপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের নিকট হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply