জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে ১০০ কোটি টাকা দিলেন প্রধান উপদেষ্টা

17/09/2024 9:09 pmViews: 2

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে একশ কোটি টাকা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধের হাতে এ অর্থ সহায়তা তুলে দেন তিনি। এ সময় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম, যুব ও ক্রিড়া উপদেষ্টা আসিফ মাহমুদ উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টা থেকে আর্থিক সহায়তার চেক গ্রহণ শেষে ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানানো হয়। এ সময় উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, নিহতদের পরিবারকে সহায়তা ও আহতদের চিকিৎসার জন্য জরুরি একটি আর্থিক সহায়তা দেবে ফাউন্ডেশন। এছাড়াও এককালীন ক্যাশ দেয়া হবে এবং মাসিক একটি ভাতারও ব্যবস্থা করা হবে। আর্থিক সহায়তার পাশাপাশি আর্কাইবিং করে ডকুমেন্টেশনের মাধ্যমে শহীদদের স্মৃতি ধরে রাখা, তাদের আদর্শকে বাস্তাবায়ন করার লক্ষ্যে ফাউন্ডেশন কাজ করবে। তিনি বলেন, দীর্ঘমেয়াদী তাদের (আহত-নিহতদের) পুনর্বাসন করা হবে। কাউন্সেলিং সার্ভিসের মাধ্যমে অভ্যুত্থানের যারা অংশ নিয়েছেন তাদের মেন্টাল হেলথ কাউন্সিলিং করা হবে। গ্লোবাল এডভোকেসি এন্ড অ্যাওয়ারনেন্স করা হবে। যার মাধ্যমে বৈশ্বিক একটি প্রচারণা এ ফাউন্ডেশনের পক্ষ থেকে করা হবে। অভ্যুত্থানের ডকুমেন্টেশনের প্রচার প্রচারণার মাধ্যমে চলতি সপ্তাহ থেকে আমাদের জরুরি আর্থিক সহায়তা কার্যক্রম শুরু হচ্ছে। সেটার উদ্যোগ হিসেবে অন্তর্বতী সরকারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ১০০ কোটি টাকার একটা ফান্ড জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে অনুদান হিসেবে দেয়া হয়েছে। এটি মূলত একটি আর্থিক ফাউন্ডেশন এখানে যে কেউ সহায়তা করতে পারবে। আমরা দেশের এবং দেশের বাইরের সবাইকে এ ফাউন্ডেশনে ডোনেট করার জন্য আহ্বান জানাচ্ছি। যাতে আমাদের উদ্যোগগুলো সফলভাবে বাস্তবায়ন করতে পারি। এবং শহীদ পরিবারদের পাশে আমরা দাঁড়াতে পারি। তবে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে বন্যার্তদের জন্য যে উদ্যোগগুলো নেয়া হয়েছিল সেটি এর থেকে আলাদা। এর বাইরে তিনি চাইলে যেকোনো খাতে ডোনেট করতে পারেন। সে জায়গা থেকে এ ফাউন্ডেশনের অনুদানটি আমরা সরকারের ত্রাণ তহবিল থেকে শুরু করলাম। এখন আমরা সবার কাছে ডোনেশনের জন্য আহ্বান জানাচ্ছি। নাহিদ বলেন, সরকারের পক্ষ থেকেও যে উদ্যোগগুলো চলছে সেগুলো আলাদাভাবে চলতে থাকবে। ফাউন্ডেশনের পক্ষ থেকেও চলবে। এ সময় ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেন, আমরা আজ প্রধান উপদেষ্টার থেকে চেকটি গ্রহণ করেছি। আমরা দেশ ও দেশের বাইরে যারা আছেন তাদের অনুরোধ করবো যে আপনাদের সহায়তা আমাদের ফাউন্ডেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ যারা আহত অবস্থায় রয়েছে তাদের চিকিৎসাটা এ মুহুর্তে খুবই গুরুত্বপূর্ণ। চিকিৎসা যত বিলম্ব হবে তাদের ক্ষতির পরিমাণ তত বাড়বে। এ সময় এক প্রশ্নের জবাবে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, প্রাথমিক তালিকায় ২০ হাজারের অধিক আহত যেটি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে করা। আর শহীদদের সংখ্যা প্রায় ৮০০। এখন পর্যন্ত ৭০০ এর মতো শহীদ পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি আমরা। যোগাযোগ সম্পূর্ণ হলে আমাদের স্মরণসভা অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ফাউন্ডেশনের যাত্রা আজ শুরু হলো। এখন সকলের কাছে ডোনেশনের জন্য আহ্বান জানাচ্ছি।

Leave a Reply