জীবন বাঁচানোর জীবিকার ত্যাগ স্বীকার করতে হয়
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার গরিবের পেটে লাথি মারতে চায় না। সরকারের দায়িত্ব তাদের রক্ষা করা। জীবন বাঁচানোর জন্য অনেক সময় জীবিকার ত্যাগ স্বীকার করতে হয়। বৃহস্পতিবার দুপুরে ফেনী সদর উপজেলার ফাজিলপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একটি সেতু উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
এসময় ফেনীর মন্ত্রীর সঙ্গে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ এনামুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুল আলম সরকার, জেলা আওয়ামী লীগ সভাপতি আবদুর রহমান, ফোর লেন প্রকল্পের প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।
মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে যেকোনো বড় ও কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, সরকার ফিটনেসবিহীন গাড়ি ও লাইসেন্সবিহীন চলক সম্পর্কেও কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে। আগামী ১০ তারিখ এ নিয়ে সভা হওয়ার কথা রয়েছে।
তিনি বলেন, আগামী ডিসেম্বরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফোর লেন উদ্বোধন করা। এছাড়া মেট্রো রেলের কাজ করা হবে। কিন্তু যদি সড়কে শৃঙ্খলা ফিরিয়ে না আনা যায়, তাহলে মানুষ এসবের সুফল পাবে না। ফোর লেন সড়কের কাজ শেষ হলে তিন চাকার ধীর গতির যানবাহনের জন্য বাইলেন নির্মাণ করা হবে বলেও জানান তিনি।
মহাসড়কে অটোরিকশা চলাচল বন্ধ করা প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, গত সাত দিনে মহাসড়কে একটি দুর্ঘটনাও হয়নি, একটি লোকও মারা যায়নি। বেপরোয়া ড্রাইভিংও দুর্ঘটনার অন্যতম কারণ।