জি-২০ তে ভারতে আসছেন না চীনা প্রেসিডেন্ট
আশঙ্কাটি দানা বাঁধছিলো। শেষ পর্যন্ত তা সত্যি হলো। নয়াদিল্লিতে আগামী ৯ ও ১০ সেপ্টেম্বর জি-২০ সম্মেলনে অংশ নেবেন না চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তার বদলে আসবেন দেশটির প্রধানমন্ত্রী লি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আশা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং দিল্লি বৈঠকে মিলিত হবেন। তা হচ্ছে না। গত নভেম্বরে ইন্দোনেশিয়ার রাজধানী বালিতে শি জিনপিং এবং বাইডেন কথা হয়েছিল। সেটাই শেষ কথা। কিন্তু শি জিনপিং আসছেন না কেন? জানা গেছে, আকসাই চীন এবং অরুণাচল প্রদেশকে চীনের অঙ্গ হিসেবে সম্প্রতি দেশটির সরকারি মানচিত্রে দেখানো হয়েছে। ভারত এই ব্যাপারে তাদের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে।