জিয়া পরিবার ও বিএনপি ষড়যন্ত্রের শিকার : ড. খন্দকার মোশাররফ

জিয়া পরিবার এবং বিএনপি ষড়যন্ত্রের শিকার বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
তিনি আজ বিকেলে এক প্রধান অতিথির বক্তব্যে বলেন, তথাকথিত ১/১১ ‘র সরকারের সময় থেকে অদ্যাবধি ষড়যন্ত্রের শিকার হয়ে আসছে জিয়া পরিবার ও বিএনপি। কিন্তু বিএনপিকে দুর্বল করা যেতে পারে নির্মূল করা যাবে না। এই দল শহিদ জিয়ার হাতে গড়া জাতীয়তাবাদী দর্শনের রাজনৈতিক দল।
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৯ম কারামুক্তি দিবস উপলক্ষে বিএনপি এই আলোচনা সভার আয়োজন করে। রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে এই সভায় দলের সিনিয়র এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।