জিয়া খুনীদের পুরস্কৃত করেছেন খালেদা মুক্ত করবেন: প্রধানমন্ত্রী
স্টাফ রিপোর্টার, ঢাকা: করাগারে বন্দী জাতীয় চার নেতাকে হত্যাকারীদের জিয়াউর রহমান পুরস্কৃত করেছেন। আর খালেদা জিয়া একাত্তরের খুনীদের মুক্ত করে দিবেন।
রোববার বিকেলে জেল হত্যা দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সমাবেশে এ কথা বলেন দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেখ হাসিনা বলেন, ‘জাতীয় চার নেতাকে হত্যা করে জিয়াউর রহমান নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করে গণতন্ত্রেকে হত্যা করেছিলেন। যারা জাতীয় চার নেতাকে হত্যা করেছিল জিয়াউর রহমান তাদেরকে বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে পুরস্কৃত করেছিলেন। তিনি শুধু পুরস্কৃত করেননি যুদ্ধাপরাধীদের এমপি-মন্ত্রী বানিয়ে তাদেরকে পুরস্কৃত করেছিল। আর এখন খালেদা জিয়া বলছেন, তিনি ক্ষমতায় গেলে সকল যুদ্ধপরাধীদের মুক্ত করে দিবেন।’
সিএনএন এর একটি প্রতিবেদনের বরাত দিয়ে বিডিআরর হত্যার সঙ্গে বিএনপি-জামায়াত ঘরানার লোকজন জড়িত বলে অভিযোগ করে তিনি বলেন, ‘সে দিন যে ৫৭ জন বিডিআর কর্মকর্তাকে হত্যা করা হয়েছিল তার মধ্যে ৩৭ জন ছিল আওয়ামী লীগ ঘরানার লোক।’
প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপি নেত্রীকে আমি সংলাপের জন্য ডেকেছিলাম আর তিনি আমাকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ক্ষমতা থেকে উচ্ছেদের জন্য। কিন্তু রাখে আল্লাহ মারে কে। আল্লাহর রহমতে আমি তো এখনো আছি।’
জেলহত্যা দিবস উপলক্ষে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী। এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন,আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম, উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু, দপ্তরবিহীনমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত, সভাপতিমণ্ডলীর সদস্য মো. নাসিম, আইনপ্রতিমন্ত্রী কামরুল ইসলাম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, মহানগর সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া প্রমুখ।