জিয়ার মাজার সরানোর অপচেষ্টা প্রতিহত করা হবে

12/11/2015 7:46 pmViews: 6
জিয়ার মাজার সরানোর অপচেষ্টা প্রতিহত করা হবে

 

রাজধানীর শেরেবাংলা নগর থেকে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর সরানোর অপচেষ্টা প্রতিহত করা হবে মন্তব্য করে দলটির ভাইস চেয়ারম্যন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম) বলেছেন, জিয়ার মাজার সারানোর অপচেষ্টা সর্ব শক্তি দিয়ে প্রতিহত করবে বিএনপি।

সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, জিয়ার মাজার সারানোর মতো দুঃসাহস দেখাবেন না। এ সিদ্ধান্ত থেকে সরে আসুন।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল, ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে’ এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

লুই কানের নকশার কথা উল্ল্যেখ করে বিএনপির এ নেতা বলেন, দৃষ্টি নন্দন এ মাজারটি জনগণের হৃদয়ে স্থান দখল করে আছে। কিন্তু সরকার লুই কানের নকশার কথা বলে তা সরানোর অপচেষ্টা করছে। লুই কান যখন নকশা করেছিলেন তখন তো জিয়াউর রহমান জীবিত ছিলেন। তাহলে নকশায় জিয়ার কবরের কথা থাকবে কী করে।

তিনি বলেন, মিথ্যা মামলা দিয়ে বিএনপির নেতাদের গ্রেফতার করা হচ্ছে। তাদেরকে কারাগারে রেখে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হচ্ছে।  সরকার চায় কারাগারে বিএনপির নেতারা ধুঁকে ধুঁকে মারা যাক।

বর্তমান নির্বাচন কমিশনকে (ইসি) আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের স্বীকৃতি দেয়া উচিত মন্তব্য করে হাফিজ বলেন, নির্বাচনের জন্য তারা (ইসি) লেভেল প্লেইং ফিল্ড তৈরি করছে না।

আয়োজক সংগঠনের সভাপতি জাহাঙ্গীর শিকদারের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য দেন- বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, সহ-তথ্যগবেষণা সম্পাদক হাবিবুর রহমান হাবিব, জাসাসের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক প্রমুখ।

Leave a Reply