জিয়ার কবর সরালে আন্দোলনের হুমকি আইনজীবীদের
১২ নভেম্বর ২০১৫
সংসদ ভবন এলাকা থেকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর সরালে দুর্বার আন্দোলনের হুমকি দিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। বৃহস্পতিবার বিকেল ঢাকার মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে এক প্রতিবাদ সমাবেশ থেকে এ হুমকি দেয়া হয়।
স্থপতি লুই কানের নকশায় শেরেবাংলা নগরের জাতীয় সংসদ ভবন এলাকায় কবরস্থানের জন্য কোনো জায়গা রাখা হয়নি—এই যুক্তিতে জিয়াউর রহমানসহ সাতটি কবর সরিয়ে দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।
অবিলম্বে এ সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহ্বান জানিয়ে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব সানাউল্লাহ মিয়া বলেন, শেরেবাংলা নগর থেকে জিয়াউর রহমানের কবর সরানো হলে সারা দেশে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। ।
ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মাসুদ আহমেদ তালুকদার বলেন, জিয়াউর রহমানের কবর শেরেবাংলা নগর থেকে সরানো হলে ঘরে ঘরে আগুন জ্বলবে। সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
প্রতিবাদ সমাবেশে বিএনপির নির্বাহী কমিটির সদস্য খোরশেদ মিয়া আলম, জাতীয়তাবাদী আইনজীবী সমিতির উপদেষ্টা লুৎফে আলম, সাবেক সাধারণ সম্পাদক মকবুল ফকির, ইকবাল হোসেন, খোরশেদ আলম প্রমুখ বক্তব্য রাখেন।