‘জিয়াউর রহমান কখনই মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেন নি’

24/02/2016 10:07 pmViews: 8
‘জিয়াউর রহমান কখনই মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেন নি’
‘জিয়াউর রহমান কখনই মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেন নি’
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক বলেছেন, জিয়াউর রহমান এখনোই মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেন নি। তিনি নামমাত্র বিচারের নামে যে সব সেনা অফিসারকে ফাঁসিরকাষ্ঠে ঝুলিয়েছে তারা সবাই মুক্তিযোদ্ধা ছিলেন।
বুধবার দুপুরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) গাজীপুর ক্যাম্পাসে মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ সব কথা বলেন।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘জিয়াউর রহমান জীবদ্দশায় ১৮ বারের ঊর্ধ্বে নামমাত্র বিচার করে (এক ঘণ্টা, আধা ঘণ্টায় বিচার কাজ শেষ করে) সেনা অফিসারদের হত্যা করেছেন, ফাঁসিকাষ্ঠে ঝুলিয়েছেন। যতজনকে ফাঁসিকাষ্ঠে ঝুলিয়েছেন, তারা সবই মুক্তিযোদ্ধা অফিসার। এ গুলো থেকে বোঝা যায় তিনি মুক্তিযুদ্ধের চেতনাকে কখনোই ধারণ করেন নি। সে জন্য আমি মনে করি, এ গুলোর তদন্ত হওয়া উচিত। কমিশনের মাধ্যমে তদন্ত করে জিয়াউর রহমানের মরনোত্তর বিচার যাতে হয় সে ব্যবস্থা নেয়ার কথা বলেছি।’
বাউবির উপাচার্য অধ্যাপক ড. এম এ মাননানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মো. জাহিদ আহসান রাসেল এমপি, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) হেলাল মোর্শেদ, গাজীপুর জেলা মুক্তিযোদ্ধ কমান্ডার কাজী মোজাম্মেল হক, প্রো-উপাচার্য প্রফেসর ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন, বাউবির রেজিস্ট্রার অধ্যাপক ড. আবুল হোসাইন ভূইয়া, ড. এম ফজলে আলী প্রমুখ।

Leave a Reply