জিয়াউর রহমানের ৩৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ১৪ দিনের কর্মসূচি

14/05/2015 2:12 pmViews: 4

 

বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ১৪ দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। আগামী ২৮শে মে থেকে ১০ই জুন পর্যন্ত নানা কর্মসূচি পালন করবে তারা। আজ দুপুরে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে আয়োজিত সংবাদ বিফ্রিংয়ে বিএনপির যুগ্ম মহাসচিব মো. শাহাজাহান এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে ২৮শে মে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে একটি আলোচনা সভার আয়োজন করবে বিএনপি। সেখানে দলের চেয়ারপারসন খালেদা জিয়া উপস্থিত থাকবেন। এছাড়া ৩০শে মে শেরেবাংলানগরস্থ জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাবেন বিএনপি নেতারা। সালাহউদ্দিনের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন,  দীর্ঘ দুই মাস সালাহউদ্দিন আহমেদের সন্ধান পাওয়ার পর আমার সবাই খুশি হয়েছি। এখন সবার উচিত, তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়া। কিন্তু বিভিন্ন মহল থেকে যে ধরনের মন্তব্য করা হচ্ছে তা অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক। সবারই উচিতÑ সালাহউদ্দিনের বিষয়ে মানবিক আচরণ করা। এর আগে নয়াপল্টন কার্যালয়ে ঘণ্টাব্যাপী যৌথসভা অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply