জিম্বাবুয়ে দল বাংলাদেশে

তিন ওয়ানডে ও দুটি টি ২০ ম্যাচের সিরিজ খেলতে সোমবার বাংলাদেশে এসেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বিকেল ৪টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান এল্টন চিগুম্বুরারা। ২৩ সদস্যের দলে ১৬ জন ক্রিকেটার, বাকিরা কর্মকর্তা। ঢাকায় পৌঁছার পর কঠোর নিরাপত্তার মধ্যে হোটেল সোনারগাঁও নিয়ে যাওয়া হয় তাদের। সিরিজজুড়েই জিম্বাবুয়ানদের সর্বোচ্চ নিরাপত্তায় রাখা হবে। কাল বিশ্রামে কাটিয়েছেন তারা। আজ সকাল সাড়ে ১০টায় অনুশীলন শুরু করবে জিম্বাবুয়ে। আগামীকালও তাদের অনুশীলন রয়েছে। ৫ নভেম্বর ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে নামবে চিগুম্বুরাবাহিনী।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে ৭ নভেম্বর প্রথম ওয়ানডে খেলবে জিম্বাবুয়ে। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে ৯ ও ১১ নভেম্বর। একই ভেন্যুতে ১৩ ও ১৫ নভেম্বর দুটি টি ২০ ম্যাচ খেলবে দু’দল। ১৬ নভেম্বর দেশে ফিরবে সফরকারীরা। ২০১৪ সালের শেষদিকে ঘরের মাঠে জিম্বাবুয়েকে ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে শুরু হয়েছিল টাইগারদের নতুন দিনের পথচলা। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আগামী বছরের জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসার কথা ছিল জিম্বাবুয়ে ক্রিকেট দলের। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ না হওয়ায় এবং জিম্বাবুয়ের ফাঁকা সূচি থাকায় নভেম্বরেই আমন্ত্রণ জানানো হয় দলটিকে। দুই দফায় আয়োজিত হবে এ সিরিজ। এখন ওয়ানডে ও টি ২০ এবং জানুয়ারিতে তারা আবার আসবে টেস্ট সিরিজের জন্য।
বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দল
এলটন চিগুম্বুরা (অধিনায়ক), সিকান্দার রাজা, রেজিস চাকাবভা, চামু চিবাবা, তেন্দাই চিসোরো, গ্রায়েম ক্রেমার, ক্রেগ আরভিন, লুক জঙ্গো, নেভিলে মাদজিভা, ওয়েলিংটন মাসাকাদজা, রিচমন্ড মুতুম্বামি, তাউরাই মুজারাবানি, জন নিয়ুম্বু, তিনাশে পানইয়ানগারা, ম্যালকম ওয়ালার ও শন উইলিয়ামস।