জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা

06/01/2016 12:47 pmViews: 5
জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুইটি টি-টোয়েন্টি ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ-বিপিএলে চমক দেখানো আবু হায়দার রনি এবং প্রথম শ্রেণীর ক্রিকেটে ভালো পারফর্ম করা নুরুল হাসান।
মঙ্গলবার সন্ধ্যায় ঘোষিত এ দল থেকে বাদ পড়েছেন নাসির হোসের, এনামুল হক বিজয়, তাসকিন আহমেদ, লিটন দাস, জোবায়ের হোসেন লিখন ও কামরুল ইসলাম রাব্বি।
অন্যদিকে, দলে আবারও জায়গা করে নিয়েছেন সৌম্য সরকার, সাকিব আল হাসান ও শুভাগত হোম।
ঘোষিত স্কোয়াড
মাশরাফি বিন মুর্তাজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, আরাফাত সানি, শুভাগত হোম, মুস্তাফিজুর রহমান, আল-আমিন হোসেন, আবু হায়দার রনি ও নুরুল হাসান।
 আগামী ১৪ জানুয়ারি চার ম্যাচ টি-২০ সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ম্যাচটি ১৬, তৃতীয় ম্যাচ ১৮ এবং চতুর্থ ও শেষ টি-২০ ম্যাচ ২০ জানুয়ারিতে অনুষ্ঠিত হবে।

Leave a Reply