জিপিএ’র ভিত্তিতে ভর্তিতে হাইকোর্টের রুল

15/06/2015 6:26 pmViews: 8

জিপিএ’র ভিত্তিতে ভর্তিতে হাইকোর্টের রুল

 

মাধ্যমিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা নীতিমালার আটটি ধারা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের বেঞ্চ আজ এ রুল জারি করেন। বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দ রিট আবেদনটি দায়ের করেন। রুলে জারি করা নীতিমালার ২.১,৩.১,৩.২,৩.৩,৪.২, ৫.৩, ৯.১, ও ৯.৩ ধারা কেন বাতিল করা হবে না তা জানতে চাওয়া হয়েছে। শিক্ষা সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে চার সপ্তাহের মধ্যে। গত ১লা জুন মেধা তালিকার ভিত্তিতে কলেজে ভর্তির জন্য নীতিমালা জারি করে শিক্ষা মন্ত্রণালয়। এই নীতিমালার ৩.১, ৪.১, ৪.২, ৫.৩, ৯.১, ও ৯.৩ এই ছয়টি ধারার বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন হলিক্রস, নটর ডেম ও সেন্ট জোসেফ কলেজের তিন অধ্যক্ষ। শুনানি শেষে গত সোমবার আদালত এই তিন কলেজের জন্য নীতিমালার কার্যকারিতা ৬ মাসের জন্য স্থগিত করেন। এছাড়া এ ছয়টি ধারা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েও চার সপ্তাহের রুল জারি করেন আদালত।

Leave a Reply