বিশ্ব যুব দাবা চ্যাম্পিয়ানে ফাহাদ জিতেছেন
বিশ্ব যুব দাবা চ্যাম্পিয়নশীপে শুরুটা ভালই হয়েছে দেশের সবচেয়ে কমবয়সী ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমানের। আরব আমিরাতের আল আইন শহরে অনূর্ধ্ব-১০ ক্যাটাগরির প্রথম রাউন্ডের খেলায় জয় পেয়েছেন তিনি।
২৯ ডিসেম্বর পর্যন্ত চলা এবারের টুর্নামেন্টে ফাহাদ তার দ্বিতীয় রাউন্ডের ম্যাচ খেলবেন আজ।২০২৮ ফিদে রেটিংধারী ফহাদের আজকের প্রতিপক্ষ রাশিয়ার গ্রেগরি তার-সাকিয়ান।
২০১২ এর ডিসেম্বরে এশিয়ান স্কুল দাবায় অনূর্ধ্ব-৯ ক্যাটাগরিতে সোনাজয়ী ফাহাদ ফিদে মাস্টারের খেতাব পেয়েছেন গত জুলাইয়ে। থাইল্যান্ডের আসিয়ান অনূর্ধ্ব-১০ টুর্নামেন্টের স্ট্যান্ডার্ড বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার তাকে মাত্র ১০ বছর বয়সে ফিদে মাস্টারের খেতাবে ভূষিত করে বিশ্ব দাবার নিয়ন্ত্রক সংস্থা ফিদে।