জিডিপির প্রবৃদ্ধি হবে ৬.৭%: পূর্বাভাস বিশ্বব্যাংকের

07/01/2016 12:55 pmViews: 7
জিডিপির প্রবৃদ্ধি হবে ৬.৭%: পূর্বাভাস বিশ্বব্যাংকের
 
জিডিপির প্রবৃদ্ধি হবে ৬.৭%: পূর্বাভাস বিশ্বব্যাংকের
চলতি অর্থবছরে বাংলাদেশে জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ৭ শতাংশ হতে পারে বলে আভাস দিয়েছে বিশ্বব্যাংক। বুধবার সংস্থাটির প্রকাশিত ‘গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস’ শীর্ষক অর্ধবার্ষিক প্রতিবেদনে এই পূর্বাভাস দেয়া হয়।
প্রতিবেদনে বলা হয়, অবকাঠামো খাতে বর্ধিত ব্যয় এবং সরকারি খাতে বেতন বৃদ্ধির ফলে বাংলাদেশে প্রবৃদ্ধির হার বেড়ে ৬ দশমিক ৭ শতাংশ হতে পারে।
গত বছর জুনে বিশ্বব্যাংকের দেয়া পূর্বাভাসে ২০১৪-১৫ অর্থবছরে বাংলাদেশের জিডিপি ৬ দশমিক ৩ শতাংশ হবে বলে জানানো হয়েছিল। সেটিকে নতুন প্রতিবেদনে সংশোধন করে ৬ দশমিক ৫ শতাংশ প্রাক্কলন করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত সেপ্টেম্বরে শ্রম আইন সংশোধন করায় শ্রমিকদের অধিকার ও কর্মস্থলের নিরাপত্তা জোরদার হওয়ার ফলে তা রপ্তানির ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে। বিশেষ করে  জিএসপির আওতায় যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকারের সুযোগ ফেরতের চলমান পুনর্মূল্যায়নের প্রক্রিয়ায় তা ভূমিকা রাখবে বলে মনে করছে বিশ্ব ব্যাংক।
উন্নয়নশীল বাজারগুলোতে দুর্বল প্রবৃদ্ধির প্রভাব পড়লেও উন্নত দেশগুলোর অর্থনীতি কিছুটা গতি পাওয়ায় ২০১৬ সালের বৈশ্বিক প্রবৃদ্ধি আগের বছরের ২ দশমিক ৪ শতাংশ থেকে বেড়ে ২ দশমিক ৯ শতাংশ হতে পারে বলে বিশ্ব ব্যাংক আভাস দিয়েছে।-বিডিনিউজ।

Leave a Reply