জিটিভির জেনারেটর রুমে অগ্নিকাণ্ড
বেসরকারি টিভি চ্যানেল গাজী টেলিভিশনের (জিটিভি) জেনারেটর রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ দুর্ঘটনায় টেলিভিশন চ্যানেলটির সম্প্রচারে কোনো সমস্যা হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।
চ্যানেলটির সিকিউরিটি গার্ড আলম ও রঞ্জু জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে জেনারেটর রুমে বিকট শব্দ হয় এবং ট্রান্সমিটার বক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে অগ্নি-নির্বাপণ যন্ত্র দিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়।
খবর পেয়ে রমনা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে সব কিছু পরীক্ষা-নিরীক্ষা করে সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. মহসিন জানান, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে। আগুন উৎপত্তিস্থল থেকে বেশি দূর ছড়ায়নি। তবে কেবল পুড়ে যাওয়ার ঘটনায় সৃষ্ট ধোঁয়ায় ওই কক্ষটি অন্ধকার হয়ে যায়।