জিএসপি সুবিধা রাজনৈতিক কারনে স্থগিত হয়নি: মার্কিন রাষ্ট্রদূত
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত স্টিফেন ব্লুম বার্নিকাট বলেছেন, রাজনৈতিক কারনে জিএসপি সুবিধা স্থগিত করা হয়নি। ষোলো শর্তের বেশিরভাগই বাস্তবায়ন করা সত্ত্বেও বাজারে অগ্রাধিকার সুবিধা (জিএসপি) দেয়নি যুক্তরাষ্ট্র।
বুধবার গাজীপুর দুটি গার্মেন্ট কারখানা পরিদর্শন শেষে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এ কথা বলেন।
রাজনৈতিক কারণেই জিএসপি সুবিধা স্থগিত রাখা হয়েছে- বাণিজ্যমন্ত্রীর এমন অভিযোগের জবাবে বার্নিকাট বলেন, এ সিদ্ধান্ত রাজনৈতিক কারণে নয়। আর জিএসপি পুনর্বহালও রাজনৈতিক ইস্যুতে হবে না। আগে আমাদের বাংলাদেশের গার্মেন্ট কারখানা সম্পর্কে উচ্চ ধারণা ছিল কিন্তু রানাপ্লাজা ধসের পর ধারণা নেতিবাচক হয়।
গাজীপুরের সালনার ইউডা এবং ইপিলিওন গার্মেন্ট পরিদর্শন শেষে তিনি বলেন, ‘যে দুটি কারখানা পরিদর্শন করলাম এগুলোর অবস্থা ভালো। এখন তাদের ধারণা আবার ইতিবাচক। অন্য মালিকরাও এদের কাছ থেকে প্রেরণা পাবেন।
তবে নতুন শ্রমআইনের বিধিমালা পুরোপুরি বাস্তবায়ন না হলে জিএসপির ব্যাপারে যুক্তরাষ্ট্র ইতিবাচক চিন্তাভাবনা করবে না বলেও জানিয়ে দেন মার্কিন রাষ্ট্রদূত।