জিএসপি ফিরে পেতে এখনো কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে : মজিনা

05/03/2014 4:27 pmViews: 6

 

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা বলেছেন, যুক্তরাষ্ট্রের বাজারের বাংলাদেশি পণ্যের অগ্রাধিকারমূলক বাজার সুবিধা (জিএসপি) ফিরে পাওয়ার ক্ষেত্রে এখনো কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে।

বুধবার তৈরি পোশাক খাতের উন্নয়নবিষয়ক থ্রি প্লাস ফাইভের এক সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মজিনা বলেন, গত বছর জিএসপি বাতিল হওয়ার পর ১৬টি শর্ত দিয়ে একটি কর্মপরিকল্পনা দেয়া হয়েছিল। সেগুলোর অগ্রগতি হয়েছে। তবে কিছু চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে।

যুক্তরাষ্ট্র ও ইইউ ইপিজেডে ট্রেড ইউনিয়ন চায় জানিয়ে মজিনা বলেন, বাংলাদেশের সংশোধিত শ্রম আইন ইপিজেডের ক্ষেত্রেও প্রযোজ্য করার জন্য প্রয়োজনে আরেকবার শ্রম আইনে সংশোধনী আনার প্রস্তাব দেয়া হয়েছে।

তিনি জানান, গত বছরের জুলাইয়ে জেনেভায় ইইউর সঙ্গে যে চুক্তি (সাসটেইনেবল কমপ্যাক্ট) হয়েছে তাতে বাংলাদেশের সংশোধিত শ্রম আইন ইপিজেডেও প্রযোজ্য করার বিষয়ে বাংলাদেশ প্রতিশ্রুতি দিয়েছিল। ইইউ এ যুক্তরাষ্ট্র সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন চায়।

থ্রি প্লাস ফাইভের সভায় যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ড, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), কানাডা ও স্পেন এবং বাণিজ্য মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও শ্রম মন্ত্রণালেয়র প্রতিনিধিরা অংশ নেন। সভায় ৫ দেশের রাষ্ট্রদূত ও ৩ মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।

বৈঠকের আগে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে সৌজন্য বৈঠক করেন বিদেশি প্রতিনিধিরা।

বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী বলেন, অ্যাকশন প্ল্যানের অনেক অগ্রগতি হয়েছে। পরিদর্শক নিয়োগ ও পোশাক কারখানার তথ্যভান্ডার তৈরির কাজটি ৩১ মার্চের মধ্যে শেষ হবে। ১৫ এপ্রিলের মধ্যে আমরা যুক্তরাষ্ট্রে প্রতিবেদন পাঠাবো। আগামী জুনে এ প্রতিবেদনের ওপর ভিত্তি করে জিএসপি ফিরে পাওয়ার বিষয়ে পর্যালোচনা হবে।

Leave a Reply