জিএম কাদেরের সঙ্গে একমঞ্চে যাননি রওশন

16/02/2020 12:11 pmViews: 11

জিএম কাদেরের সঙ্গে একমঞ্চে যাননি রওশন

জিএম কাদেরের সঙ্গে একমঞ্চে যাননি রওশন
রওশন এরশাদ ও জিএম কাদের। ফাইল ছবি

জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান জিএম কাদেরের শনিবার দুটি অনুষ্ঠানে দুইরকম ঘটনা ঘটেছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩১ নম্বর ওয়ার্ডের (মোহাম্মদপুর) কাউন্সিলর হিসেবে পুনর্নির্বাচিত জাপার প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম সেন্টুর সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের এবং বিশেষ অতিথি হিসেবে জিএম কাদেরের থাকার কথা ছিল। বিকালের এই অনুষ্ঠানে জিএম কাদের উপস্থিত থাকলেও সেখানে যাননি রওশন।

এর আগে দুপুরে প্রয়াত এইচএম এরশাদকে নিয়ে লেখা একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে জিএম কাদেরের সঙ্গে অন্যদের পাশাপাশি বিএনপি নেতা গোলাম মাওলা রনি ও ২০ দল শরিক জাতীয় পার্টির (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকন উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

সেন্টুর সংবর্ধনা অনুষ্ঠানে জিএম কাদের ছাড়াও উপস্থিত ছিলেন জাপার কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, মহাসচিব মসিউর রহমান রাঙ্গা ও প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতি।

‘অসুস্থতার কারণে রওশন আসতে পারেননি’ বলে অনুষ্ঠানে জানানো হলেও খোঁজ নিয়ে জানা গেছে, পদ-পদিব এবং কর্তৃত্ব ও নিয়ন্ত্রণের প্রশ্নে দলে চলমান অভ্যন্তরীণ বিবাদের জের ধরেই মোহাম্মদপুরে সেন্টুর সংবর্ধনায় যাননি জাপার প্রধান পৃষ্ঠপোষক ও সংসদের বিরোধীদলীয় নেতা রওশন।

প্রসঙ্গত, গত বছরের ২৮ ডিসেম্বর জাপার কাউন্সিলের মাধ্যমে জিএম কাদেরকে চেয়ারম্যান এবং রওশনকে প্রধান পৃষ্ঠপোষক করার পর দলের কোনো অনুষ্ঠানেই এখন পর্যন্ত তাদের দুজনকে একত্রে দেখা যায়নি।

Leave a Reply