জায়ান্ট মিলিবাগের আক্রমন এবার গ্রামাঞ্চলে
ঝিনাইদহ : রাজধানী ঢাকার পর আতঙ্ক সৃষ্টিকারী আফ্রিকান ক্ষতিকারক পোকা জায়ান্ট মিলিবাগের আক্রমন এবার গ্রামাঞ্চলে দেখা দিয়েছে। ঝিনাইদহের শৈলকুপার পৌরসভায় বাড়ি ও বিভিন্ন ফলের গাছে হাজার হাজার এ পোকা দেখা যাচ্ছে।
কয়েক ঘন্টার ব্যবধানে জায়ান্ট মিলিবাগ নামের এ পোকার আক্রমনে ঝড়ে পড়ছে গাছের রস ফলে শুকিয়ে আসছে কাঁঠালসহ বিভিন্ন ফল। খবর পেয়ে শৈলকুপা কৃষিকর্মকর্তা এলাকা ঘুরে দেখেন। শৈলকুপার পশু হাসপাতাল এলাকায় এ পোকার হাত থেকে রক্ষাপেতে বাড়ির মালিক এম হাসান মুসা মঙ্গলবার কয়েকবার বিষ প্রয়োগ করে তা নিধনের চেষ্ট করলেও ব্যর্থ হন।
মুসা জানান, প্রথমে গত সোমবার বাড়ির কাঁঠাল ও জাম্বুরা গাছে এ পোকার অবস্থান লক্ষ্য করে এবং তা নিধনের জন্য বিষ প্রয়োগ করে। মঙ্গলবার সকালে সে জানতে পারে এটা জায়ান্ট মিলিবাগ যার আদি নিবাস আফ্রিকাতে।
তিনি জানান হাজার হাজার পোকা কাঁঠাল ও জামবুরা গাছে, এ পোকার আক্রমন বসত ঘরেও। পোকার আক্রমনে ঘন্টার মধ্যে ফলের রঙ পরিবর্তন হয়ে তা শুকিয়ে যাচ্ছে এবং গাছ থেকে আঠা জাতীয় রস ঝরছে।
শৈলকুপা উপজেলা কৃষি কর্মকর্তা বিজয় কৃষ্ণ হালদার বলেন জায়ান্ট মিলিবাগ নামের এ ক্ষতিকর পোকা শৈলকুপার পশুহাসপাতাল রোডের কয়েকটি বাড়ির কাঠালসহ বিভিন্ন ফলের গাছে আক্রমন করেছে। এসব বাড়িতে হাজার হাজার জায়ান্ট মিলিবাগের অবস্থান বর্তমানে। তিনি নিজে এক লিটার পানিতে রিপকড ও ডায়াজিন নামের উচ্চ ক্ষমতা সম্পন্ন বিষ প্রয়োগ করে তা নিধনের চেষ্ট করে ব্যার্থ হন বলে জানান। তবে পানিতে বিষ না মিশিয়ে সরাসরি বিষের মধ্যে চুবিয়ে রাখলে এ পোকা নিধন করা সম্ভব, তা অনেক ব্যয় সাপেক্ষ।
উল্লেখ্য ঢাকার আজিমপুরে গার্হস্থ্য অর্থনীতি কলেজে সাম্প্রতি জায়ান্ট মিলিবাগ নামে হাজার হাজার এ পোকার আক্রমন দেখা যায়। যা নিয়ে দেশব্যাপী আলোচনা চলছে।