জাস্ট ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ এর শিক্ষা উন্নয়ন সভা
জাস্ট ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ এর শিক্ষা উন্নয়ন সভা
গত ২০ ডিসেম্বর ২০১৬ ইং তারিখ ঢাকার অভিজাত এলাকা ধানমন্ডি ৬/এ তে অবস্থিত জাস্ট ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের নতুন ক্যাম্পাসে সুধী সমাবেশ উপলক্ষে এক আলোচনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে জাস্ট ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও অধ্যক্ষ জনাব এস.এম. রাশেদুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. আনোয়ারুল আবেদিন (বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ, ডিসিএইচ আয়ারল্যান্ড) এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শাহরিয়ার মমতাজ মুলক (বিশিষ্ট আইনজীবী, সুপ্রিমকোর্ট), আইনজীবী তাসলিম উদ্দিন (বার কাউন্সিল), জনাব বশির আহমেদ (বিশিষ্ট ব্যাংকার), জনাব মোঃ জহুরুল ইসলাম (নির্বাহী পরিচালক, বাংলাদেশ জাপান সম্প্রীতি), জনাব নেসার আহমেদ নাননু (পরিচালক, জাস্ট ইন্টারন্যাশনাল এডুকেয়ার সার্ভিসেস), ইয়াসির আহমেদ মিলন (সহকারী অধ্যাপক, স্টেট ইউনিভার্সিটি, ট্রেইনর সাইফুর’স)।
প্রধান অতিথি ডা. আনোয়ারুল আবেদিন তাঁর বক্তব্যে শিশুদের মেধার বিকাশে করনীয় সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, শিক্ষিত জনগোষ্ঠী তৈরীতে সবচেয়ে বড় ভূমিকা পালন করেন শিক্ষকরা। তাই শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণ, শিক্ষার সাথে আধুনিক প্রযুক্তির সমন্বয় সাধন, ছাত্র শিক্ষক মধুর সম্পর্ক, শিক্ষার্থীদের নিবীড় তত্ত্বাবধানের মাধ্যমে শিক্ষার মান উন্নত করতে হবে।
বিশেষ অতিথি জনাব শাহরিয়ার মমতাজ মুলক বলেন, আধুনিক বিশ্বে ইংরেজী শিক্ষার গুরুত্ব অপরিসীম। জাস্ট ইন্টারন্যাশনাল স্কুলে অতি উন্নত পদ্ধতিতে ছাত্র/ছাত্রীদের আন্তর্জাতিক মানের ইংরেজী শেখানো হয়। আশা করি প্রতিষ্ঠানটি যদি তার এই ধারাবাহিকতা ধরে রাখতে পারে তাহলে অতি শীঘ্রই কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারবে।
অভিভাবক প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা জনাব ইকবাল আজিম তাঁর বক্তৃতায় বলেন, জাস্ট ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা ছাত্র/ছাত্রীদের অত্যন্ত যতœ সহকারে পাঠদান করা হয় এবং আমি আশা রাখি এই প্রতিষ্ঠানটি একটি আদর্শ প্রতিষ্ঠান হিসাবে পরিচিতি লাভ করবে।
সভাপতি তাঁর সমাপনী বক্তব্যে বলেন, স্কুলের পাঠ স্কুলেই নিশ্চিত করার উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। ছাত্র/ছাত্রীদের সুশিক্ষার সহিত উচ্চতর মূল্যবোধ গড়ে তুলতে নতুন আঙ্গিকে প্রতিষ্ঠানকে এগিয়ে নেয়ার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি উপস্থিত সকলকে মূল্যবান সময় ব্যয়করে সুচিন্তিত মতামত প্রদানের জন্য বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং জাস্ট ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজের ভবিষ্যৎ সাফল্যের জন্য মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা ও সকলের আন্তরিক সার্বিক সহযোগিতা কামনা করেন।