জাল টাকাসহ দম্পতি আটক
চট্টগ্রামে জাল টাকাসহ এক দম্পতিকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টায় মহানগরীর খুলশী থানার লালখান বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার দক্ষিণ সোনাপাহাড় (মকবুল মিস্ত্রি বাড়ি) এলাকার নজির আহম্মদের ছেলে মো. ইসমাইল হোসেন মাহিন ও তার স্ত্রী সানজিদা আক্তার নিপা (২০)।
মহানগর গোয়েন্দা (বন্দর-পশ্চিম) বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নাজমুল হাসান জানান, লালখান বাজার ইস্পাহানি মোড়ের মিন্টুর চায়ের দোকানের সামনে জাল টাকা কেনাবেচার উদ্দেশে একটি চক্র জড়ো হচ্ছে-এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে ৪০ হাজার জাল টাকার নোটসহ এক দম্পতিকে হাতেনাতে আটক করা হয়। তাদের বিরুদ্ধ খুলশী থানায় একটি মামলা দায়ের হয়েছে।