জার্মান ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায়
জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক-ভাল্টার স্টেইনমায়ার ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী লরাঁ ফ্যাবিউস এখন ঢাকায়। ইউরোপীয় ইউনিয়নের দুই শক্তিধর দেশের দুই পররাষ্ট্রমন্ত্রী এক ‘ঐতিহাসিক’ সফরে ঢাকা এসেছেন।
সোমবার সকাল ৮টায় বিমানবন্দরে তাদের স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জার্মান ও ফরাসি মন্ত্রী সরাসরি চলে যান সাভারে। সেখানে বংশী নদীতে নৌভ্রমনের মধ্য দিয়ে তারা বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব পর্যবেক্ষণ করবেন।
জলবায়ু পরিবর্তনের প্রভাবের সঙ্গে মানিয়ে নিতে চলমান একটি প্রকল্পের কার্যক্রম দেখতে তাদের পটুয়াখালীতে যাওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে সূচিতে পরিবর্তন আনা হয়েছে।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হেলিকপ্টার উড্ডয়নে সমস্যা দেখা দেয়ায় পটুয়াখালী সফর স্থগিত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ওই সফরকারী দলের টিম লিডার চিফ হুইপ আ স ম ফিরোজ।
কিয়োটো প্রোটোকল তামাদি হয়ে যাওয়ায় বিশ্ব যখন আসন্ন প্যারিস জলবায়ু সম্মেলনে নতুন একটি চুক্তি দেখার অপেক্ষায়, তখনই বাংলাদেশে ইউরোপীয় দুই পররাষ্ট্রমন্ত্রীর এই সফর।
তারা ঢাকার বারিধারায় নির্মাণাধীন প্রথম ‘ফ্রাঙ্কো-জার্মান’ যৌথ দূতাবাস ভবনের ‘টপিং অফ’ অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন।
কোনো ভবনের মূল কাঠামো নির্মাণের সময় শেষ স্টিল বিমটি জায়গামত বসানো উপলক্ষে এই ‘টপিং অফ’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নির্মাণ কাজের কাঠামোগত অংশের কাজ সমাপ্তির প্রতীকী উদযাপন এটি।
আবুল হাসান মাহমুদ আলী ইউরোপীয় দুই পররাষ্ট্রমন্ত্রীর এই সফরকে অভিহিত করেছেন ‘ঐতিহাসিক’ এক ঘটনা হিসেবে, কেননা বাংলাদেশে এ ধরনের যৌথ সফর এই প্রথম।
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, টেকসই উন্নয়ন, মানবাধিকার ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে জার্মানি ও ফ্রান্সের সহযোগিতার সম্পর্ক রয়েছে।
এদিকে পটুয়াখালীর সফর স্থগিতের বিষয়ে চিফ হুইপ আ স ম ফিরোজ মুঠোফোনে জানান, ঢাকার আকাশে বিরূপ আবহাওয়া বইছে। সঙ্গে অঝরে বৃষ্টি ঝরছে।
তিনি পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর বরাত দিয়ে জানান, জার্মান ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীরা পটুয়াখালীর কর্মসূচি বাতিল করে সড়ক পথে সাভার গেছেন। সেখানে বংশী নদীতে নৌভ্রমনের মধ্য দিয়ে তারা বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব পর্যবেক্ষণ করবেন।
পটুয়াখালী জেলা প্রশাসক অমিতাভ সরকার জানান, বৈরী আবহাওয়ার কারণে জার্মান ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীদের সফর আপতত স্থগিত করা হয়েছে।