জার্মানে কনসার্টে বোমা বিস্ফোরণকারীর মৃত্যু, আহত ১২
জার্মানের অ্যানসবাখ শহরে উন্মুক্ত কনসার্টে হওয়া এক বোমা বিস্ফোরণে কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। ধারণা করা হচ্ছে, জার্মানে আশ্রয় প্রার্থনা করে ব্যর্থ হওয়া এক সিরিয়ান শরণার্থী এই বিস্ফোরণ ঘটিয়েছে। বিস্ফোরণে সে নিজে মারা গেছে বলে জার্মান পুলিশের বরাত দিয়ে জানায় বিবিসি।
বাভারিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী জখিম হারমেন বলেন, ২৭ বছরের এই ব্যক্তি কনসার্টে প্রবেশ করতে চায়। এ সময় তাকে বাঁধা দিলে সে প্রবেশ পথের কাছে বোমা বিস্ফোরণ করে। তিনি আরো জানান, দুই বছর আগে জার্মানে প্রবেশ করেছে এই ব্যক্তি।
বাভারিয়ায় গত তিন সপ্তাহের মধ্যে এটি তৃতীয় হামলা। শুক্রবার মিউনিখের এক রেস্তোরায় ইরানী বংশোদ্ভূত এক জার্মানের গুলিতে মারা যায় ৯ জন। এর কিছুদিন আগেই উর্জবার্গে ট্রেনে এক ব্যক্তি ছুড়ি ও কুড়াল দিয়ে কুপিয়ে জখম করে বেশ কিছু মানুষকে।
ধারণা করা হচ্ছে সেখানকার স্থানীয় সময় রাত ১০টা ১০ মিনিটে মিউজিক ফেস্টিভালের প্রবেশমুখে এই বোমা বিস্ফোরণ করা হয়। এরপর সেখানে থাকা ২ হাজার মানুষকে দ্রুত নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়। প্রাথমিক তদন্ত থেকে জানা গেছে, গ্যাস জাতীয় কিছু দিয়ে বিস্ফোরণ ঘটানো হয়েছে। বিবিসি।