জার্মানি নগ্ন হয়ে ঘোরার ছাড়পত্র দিল
মানুষ বলে কথা। শরীর আবৃত করেই চলাফেরা। একসময় যখন কাপড়-চোপড়ের প্রচলন ছিল না তখন মানুষ গাছের পাতা-পোতায় লজ্জা নিবারণ করে চলাফেরা করতেন।
কিন্তু এর উল্টোটি ঘটছে এখন। নগ্নতার বেশে থাকতে স্বচ্ছন্দ্যবোধ করছে অনেকে। অবশ্য নিয়ম বলে শরীর অনাবৃত রেখে প্রকাশ্যে ঘুরে বেড়ানো শাস্তিযোগ্য অপরাধ।
কিন্তু শরীর অনাবৃত রেখে প্রকাশ্যে ঘুরে বেড়ানো যাবে না- এ নিয়মটাই তুলে দিল জার্মান সরকার। জার্মানির মিউনিখে ৬টি অঞ্চলে নগ্ন হয়ে ঘোরার ছাড়পত্র দেয়া হলো।
জার্মানির অন্যতম বড় শহর মিউনিখে এই ৬টি অঞ্চলের নাম দেয়া হয়েছে আরবান ন্যাকেড জোনসদ (rban naked zones)। এই ৬টি জোনে যে কেউ যেকোনো পোশাকে অনায়াসে ঘুরতে পারবে। যদি কেউ মনে করেন নগ্ন হয়ে চলাফেরা করবো তাতেও বাধা নেই।
নির্দেশিকা জারি করে মিউনিখ শহরের ওই ৬টি অঞ্চলের নাম উল্লেখ করে লেখা হয়েছে, নগ্ন হয়ে ঘুরলেও এখানে গ্রেফতারের ভয় নেই। নিরাপত্তারও অভাব হবে না।