জার্মানির উগ্রপন্থী রাজনীতিকের ইসলাম গ্রহণ, দলত্যাগ

26/01/2018 5:25 pmViews: 10

জার্মানির উগ্রপন্থী রাজনীতিকের ইসলাম গ্রহণ, দলত্যাগ

 

জার্মানির উগ্রপন্থী রাজনীতিকের ইসলাম গ্রহণ, দলত্যাগজার্মানির উগ্রপন্থী রাজনীতিকের ইসলাম গ্রহণ, দলত্যাগ

 

জার্মানির কট্টর অভিবাসনবিরোধী দল অলটারনেটেভি ফর জার্মানির (এএফডি) শীর্ষস্থানীয় একজন রাজনীতিক সম্প্রতি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। পাশাপাশি তিনি দল থেকেও পদত্যাগ করেছেন। দলের পক্ষ থেকে খবরটি নিশ্চিত করা হয়েছে।

এএফডি ইসলাম-বিদ্বেষী দল হিসেবে পরিচিত। দলটির মূল মন্ত্রই হচ্ছে ইসলাম জার্মানির জন্য নয়। বুধবার জার্মানির পূর্বাঞ্চলীয় রাজ্য ব্রান্ডেনবার্গে এএফডির স্থানীয় মুখপাত্র ড্যানিয়েল ফ্রজি জানান, দুই সপ্তাহ আগে আর্থার ওয়াগনার ব্যক্তিগত কারণে পার্টির আঞ্চলকি নেতৃত্ব থেেক পদত্যাগ করেছেন।

তিনি ইমেইলের মাধ্যমে উল্লেখ করেন, আর্থার ওয়াগনারের পদত্যাগের পরে পার্টি তার ইসলাম ধর্ম গ্রহণের বিষয়টি জানতে পারে। বার্লিনের দৈনিক তাজেসপিয়েজেল জানায়, ওয়াগনার ২০১৩ সালে এএফডি প্রতিষ্ঠার কিছু দিন পরেই দলটিতে যোগ দনে। এর আগে অভিবাসীদের সহায়তাকারী একটি দলে সক্রিয় ছিলেন তিনি। ওয়াগনার ব্রান্ডেনবার্গ রাজ্যেরে লেজিসলেটিভ কমিটির সদস্য ছিলেন।

তিনি তাজেসপিয়েজেল পত্রিকাকে জানান, তার ইসলাম ধর্ম গ্রহণ একান্তই ব্যক্তগিত ব্যাপার। এই বিষয়ে তিনি কোনো কথা বলতে চান না।

Leave a Reply