জামিন পেলেন ফখরুল-আব্বাস
সোমবার (২ জানুয়ারি) জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন বিএনপির শীর্ষ দুই নেতা। এর আগে নিম্ন আদালতে তিনদফা তাদের জামিন আবেদন নামঞ্জুর হয়।
গত ৭ই ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে দলটির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। এতে একজন নিহত ও অর্ধশত আহত হন। সংঘর্ষের পর পুলিশ বিএনপির কার্যালয়ে অভিযান চালিয়ে রিজভী আহমেদসহ চার শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। ঘটনার পরদিন পল্টন, মতিঝিল, রমনা ও শাহজাহানপুর থানায় পৃথক চারটি মামলা করে পুলিশ। এতে ২ হাজার ৯৭৫ নেতা-কর্মীকে আসামি করা হয়।
৮ ডিসেম্বর গভীর রাতে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাদের পল্টন থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।