জামিন পেলেন না রিজভী

10/06/2015 10:53 amViews: 10

জামিন পেলেন না রিজভী

১০ জুন ২০১৫,বুধবার, ১০:৪১


 
ফাইল ছবিফাইল ছবি

নাশকতার মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। এছাড়া পুলিশের করা রিমান্ড আবেদনও গ্রহণ করা হয়নি। তবে তদন্তকারী কর্মকর্তারা তিন কার্যদিবসের মধ্যে রিজভীকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করতে পারবেন বলে আদেশ দিয়েছেন আদালত। ঢাকা মহানগর হাকিম মারুফ হোসেনের উভয়পক্ষের শুনানি শেষে আজ এ আদেশ দেন।

আজ রিজভীকে আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ মুন্সী ১০ দিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে, রিজভীর আইনজীবী এ্যাডভোকেট জয়নুল আবেদীন মেজবাহ রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।

২০১৪ সালের ২৯ ডিসেম্বর পল্টন থানা এলাকায় গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এসআই আবদুল মালেক হাওলদার বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।

Leave a Reply