জামিন পেলেন ক্রিকেটার শাহাদাত

08/12/2015 7:31 pmViews: 9

জামিন পেলেন ক্রিকেটার শাহাদাত

 

গৃহকর্মী নির্যাতনের মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন জাতীয় দলের ক্রিকেটার শাহাদাত হোসেন।  আজ দুপুরে  বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. আমির হোসেনের বেঞ্চ ৩১ মার্চ পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন। একইসঙ্গে  কেন তাকে নিয়মিত জামিন  দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। তিন সপ্তাহের মধ্যে সরকারকে এর জবাব দিতে বলা হয়েছে। এর আগে গত ১২ নভেম্বর ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এই ক্রিকেটারের জামিন আবেদন নাকচ করেছিল। এর আগে গত ১ ডিসেম্বর শাহাদাত হোসেনের স্ত্রী জেসমিন জাহান নিত্যকে জামিন দেয় হাইকোর্ট।

Leave a Reply