‘জামিন পেলেও ইমরানকে আবার গ্রেপ্তার করা হতে পারে’

12/05/2023 10:59 pmViews: 3

 

আল কাদির ট্রাস্ট মামলায় যদি ইমরান খানকে ইসলামাবাদ হাইকোর্ট জামিন মঞ্জুর করেন, তবুও তাকে নতুন মামলায় গ্রেপ্তার করা হতে পারে। এমন ইঙ্গিত দিয়েছেন ইমরান খানের আইনজীবী বাবর আওয়ান। তিনি বলেছেন, নতুন মামলায় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তার করতে এরই মধ্যে লাহোর থেকে ইসলামাবাদ অভিমুখে যাত্রা করেছে  পুলিশের একটি টিম।  অনলাইন ডনকে তিনি বলেন, যদি ইমরান খানকে জামিন দেয়া হয়, বর্তমান প্রশাসনের দু’ থেকে তিনজন ব্যক্তি আতঙ্কে আছেন। কারণ, তাকে জামিন দেয়া হলে তাদের চাকরি ঝুঁকিতে পড়তে পারে। এ জন্যই পাঞ্জাব পুলিশকে ইসলামাবাদে ডাকা হয়েছে। ইসলামাবাদ হাইকোর্টের বাইরে মিডিয়াকর্মীদের সঙ্গে কথা বলেন আইনজীবী বাবর আওয়ান। তিনি অভিযোগ করেন, ইমরান খানকে ‘শিকার’ করতে বিশেষ লোকজনকে ভাড়া করা হয়েছে। তিনি আরও বলেন, ইমরান খানকে যারা জেলে পাঠিয়েছিলেন, দেশের সহিংসতার জন্য তারাই দায়ী।

Leave a Reply