জামিন নামঞ্জুর, কারাগারে মির্জা ফখরুল

03/11/2015 6:55 pmViews: 8
জামিন নামঞ্জুর, কারাগারে মির্জা ফখরুল

 

নাশকতার তিন মামলায় জামিন নামঞ্জুর করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কারাগারে পাঠিয়েছে আদালত।

মঙ্গলবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মারুফ হোসেন জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আপিল বিভাগের নির্দেশে মঙ্গলবাবার বিকাল ৩টা ৫০ মিনিটের দিকে ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন বিএনপির এ নেতা।

পরে জামিন আবেদন করেন মির্জা ফখরুল। শুনানি শেষে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ সময় মির্জা ফখরুলের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও সগীর হোসেন লিওন।

ফখরুলের করা আত্মসমর্পণের মেয়াদ বাড়ানোর আবেদন খারিজ করে দিয়ে প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ সোমবার তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দেন।

একই সঙ্গে তার জামিন প্রশ্নে হাইকোর্টের জারি করা রুলটি দুসপ্তাহের মধ্যে নিষ্পত্তি করতে বলা হয়েছে। গত ২১ জুন হাইকোর্টের একটি বেঞ্চ পল্টন থানার তিন মামলায় রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মির্জা ফখরুলের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। তার স্বাস্থ্যগত অবস্থা বিবেচনায় নিয়ে এই জামিন দেয়া হয়।

এছাড়া এই তিনটি মামলায় কেন তাকে স্থায়ী জামিন দেয়া হবে না তা জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেন।

হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে গেলে মেডিকেল বোর্ড করে ফখরুলের স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দেয়া হয়। পরে মেডিকেল বোর্ডের প্রতিবেদনের ওপর ভিত্তি করে ফখরুলের উন্নত চিকিৎসার সুযোগ দিয়ে ১৩ জুলাই আপিল বিভাগ ৬ সপ্তাহের জন্য জামিন বহাল রাখেন। এই ছয় সপ্তাহের মধ্যে তাকে বিচারিক আদালতে আত্মসমর্পণেরও আদেশ দেয়া হয়।

এরপর জামিনে কারামুক্তি পেয়ে ২৬ জুলাই চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান মির্জা ফখরুল। পরবর্তীতে এই মেয়াদ শেষ হওয়ার আগেই ২৪ আগস্ট আত্মসমর্পণের মেয়াদ বৃদ্ধির জন্য মির্জা ফখরুলের পক্ষে আবেদন করা হয়। ৩১ আগস্ট ওই আবেদনের শুনানি করে আপিল বিভাগ প্রথম দফায় তার আত্মসমর্পণের মেয়াদ ৬ সপ্তাহের জন্য বৃদ্ধি করেন।

এরপর দ্বিতীয় দফায় আত্মসমর্পণের জন্য আরও ৮ সপ্তাহ সময় চেয়ে ফখরুলের আইনজীবীরা আবেদন করেন। এ বিষয়ে শুনানি নিয়ে ৬ অক্টোবর আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি ২ নভেম্বর পর্যন্ত মেয়াদ বৃদ্ধি করেন। ২৮ অক্টোবর আবারও তার আত্মসমর্পণের মেয়াদ ৮ সপ্তাহ বাড়ানোর আবেদন জানান তার আইনজীবীরা। সোমবার এই আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়।

Leave a Reply