জামায়াত নেতা মুজিবুর ও পরওয়ারসহ আটক ১৩

07/09/2015 8:42 pmViews: 5
জামায়াত নেতা মুজিবুর ও পরওয়ারসহ আটক ১৩

জামায়াত নেতা মুজিবুর ও মিয়া পরওয়ার (বাঁ থেকে)
রাজধানীর মিরপুরে অভিযান চালিয়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান ও সহকারী সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ারসহ ১৩ নেতাকর্মীকে আটক করা হয়েছে।

সোমবার দুপুরে পল্লবীর ১০ নম্বর সড়কের ১১ নম্বর লাইনে জামায়াত নেতা হারুণ-অর রশিদের বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পল্লবী থানা ও পুলিশের গোয়েন্দা শাখা-ডিবি যৌথ অভিযান চালিয়ে সাবেক এই দুই সংসদ সদস্যসহ ১৩ জামায়াত নেতাকার্মীকে আটক করে।

অভিযানে ওই বাসা থেকে ২০টি হাতবোমা উদ্ধার করা হয়েছে বলে দাবি করেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির।

তার দাবি, উদ্ধার হওয়া হাতবোমাগুলো শক্তিশালী। নাশকতার জন্য তারা জড়ো হচ্ছিলেন। বাসা থেকে কিছু জিহাদি বই ও লাঠি উদ্ধার করা হয়েছে।

Leave a Reply