জামায়াতের ২৪ ঘণ্টার হরতাল চলছে

17/06/2015 10:39 amViews: 6
জামায়াতের ২৪ ঘণ্টার হরতাল চলছে

 ১৭ জুন, ২০১৫

ফাইল ফটো

সুপ্রিমকোর্টের আপিল বিভাগে দলের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড বহাল থাকার প্রতিক্রিয়ায় এবং তিনিসহ আটক নেতাকর্মীদের মুক্তির দাবিতে জামায়াতে ইসলামীর ২৪ ঘণ্টার হরতাল চলছে।

বুধবার ভোর ৬টা থেকে আগামীকাল বৃহস্পতিবার ভোর ৬টা পর্যন্ত দেশব্যাপী এ কর্মসূচি পালন করছে দলটি।

মঙ্গলবার জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন। হাসপাতাল, অ্যাম্বুলেন্স, ফার্মেসি ইত্যাদি হরতালের আওতামুক্ত থাকবে বলে বিবৃতিতে জানানো হয়।

বিবৃতিতে মকবুল আহমাদ বলেন, সরকার জামায়াতকে নিশ্চিহ্ন করতে নেতাদের বিরুদ্ধে মিথ্যা ও কাল্পনিক অভিযোগে ষড়যন্ত্রমূলক মামলা করে বিচারের নামে প্রহসনের আয়োজন করে। আলী আহসান মোহাম্মদ মুজাহিদ সরকারি ষড়যন্ত্রের শিকার। এ রায়ে মুজাহিদ ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন। তিনি জুলুমের শিকার হয়েছেন। দেশের জনগণও এ রায়ে হতাশ হয়েছে।

হরতালের সমর্থনে সকালে রাজধানীর কয়েকটি এলাকাসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় বিচ্ছিন্নভাবে ঝটিকা মিছিল করেছে জামায়াত-শিবির কর্মীরা। তবে এসময় কোন নাশকতার ঘটনা ঘটেনি। মিছিলকারীর আইনশৃঙ্খলার চোখ ফাঁকি দিয়ে এসব মিছিল করে বলে জানায় আমাদের প্রতিনিধিরা।

এদিকে হরতালকে ঘিরে দেশের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে প্রায় দেড় শতাধিক জামায়াত-শিবির নেতাকর্মীকে আটক করা হয়েছে। তাদেরকে নাশকতার পরিকল্পনা অভিযোগে আটক করা হয়।

হরতালে নাশকতা মোকাবেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যার পর থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে।  জামায়াতের হরতাল ঘোষণার পরপরই রাজধানীর ৪৯ থানা কঠোর নিরাপত্তা বলয়ের আওতায় আনতে বলা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশ সূত্রে জানা গেছে, সুপ্রিমকোর্ট এলাকাসহ যেসব এলাকা বেশি ঝুঁকিপূর্ণ বিশেষ করে মগবাজার, পল্টন, খিলগাঁও, মিরপুর, যাত্রাবাড়ী, ধানমণ্ডিসহ বেশ কয়েকটি এলাকায় নিরাপত্তার অংশ হিসেবে উঁচু ভবনের ছাদে পুলিশের টহলের ব্যবস্থা করা হয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনা ও সড়কের সামনে অতিরিক্ত চেকপোস্ট বসানো হয়েছে।

ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুনতাসিরুল ইসলাম যুগান্তরকে বলেন, হরতালে যেখানে যে মাত্রার ফোর্স প্রয়োজন সেখানে সে মাত্রার ফোর্স মোতায়েন রয়েছে। গোয়েন্দাদের পর্যবেক্ষণ ও পুলিশের টহল বাড়ানো হয়েছে। সন্দেহভাজনদের গ্রেফতারের নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে হরতালে রাজধানীতে বাস চলাচলের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি। সংগঠনটির  সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ এক বিবৃতিতে বলেন, হরতাল প্রত্যাখ্যান করে ঢাকা শহর ও আশপাশের জেলাগুলোতে বাস-মিনিবাস চলাচল অব্যাহত রাখা হবে। তবে যাত্রী পাওয়াসাপেক্ষে আন্তঃজেলা রুটের গাড়িও চলাচল করবে। হরতালের দিন গাড়ি চলাচলে যাতে কোনো বাধার সৃষ্টি না হয় সেজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।

Leave a Reply