জামায়াতের হরতাল সোমবারের পরিবর্তে বৃহস্পতিবার

01/02/2014 10:03 pmViews:

জামায়াতের হরতাল সোমবারের পরিবর্তে বৃহস্পতিবার ঢাকা : বিশ্ব এজতেমা ও হিন্দু সম্প্রদায়ের স্বরস্বতী পূজার জন্য সোমবারের পরিবর্তে আগামী বৃহস্পতিবার হরতালের ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী।

শুক্রবার সন্ধ্যায় দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডা. শফিকুর রহমান এক বিবৃতিতে এ ঘোষণা দেন।

বিৃতিতে তিনি বলেন, বিশ্ব এজতেমার ২য় পর্বের আখেরি মোনাজাত শেষে মুসুল্লীদের নিজেদের গন্তব্যে ফেরার স্বার্থে ও হিন্দু সম্প্রদায়ের স্বরস্বতী পূজার কারণে ঘোষিত হরতাল সোমবারের পরিবর্তে আগামী বৃহস্পতিবার পালিত হবে।

এছাড়া, আগামী ৩ ফেব্রুয়ারী সোমবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচী পালিত হবে বলেও জানান তিনি।

Leave a Reply