জামায়াতের সাবেক দুই এমপিসহ ১৩ জন রিমান্ডে

08/09/2015 8:13 pmViews: 3
জামায়াতের সাবেক দুই এমপিসহ ১৩ জন রিমান্ডে
সাবেক দুই সংসদ সদস্যসহ জামায়াতে ইসলামীর ১৩ নেতাকর্মীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম লুৎফর রহমান শিশির মঙ্গলবার এ রিমান্ড মঞ্জুর করেন।

এরআগে পল্লবী থানার বিস্ফোরক আইনের মামলায় তাদের আদালতে হাজির করে ১০দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মাহফুজুর রহমান।

রিমান্ড আবেদনে বলা হয়, সোমবার পল্লবীর একটি বাসা থেকে আসামিদের গ্রেফতারের সময় তাদের কাছে বিস্ফোরক পাওয়া যায়। তারা কোরবানির ঈদের আগে পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করতে বৈঠক করছিলেন। তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে আরও তথ্য পাওয়া যাবে।

রিমান্ডের বিরোধিতা করে আসামিদের পক্ষে জামিনের আবেদন করেন আবদুর রাজ্জাক ও এসএম কামাল উদ্দিনসহ কয়েকজন আইনজীবী।

রিমান্ডে নেয়া নেতাকর্মীরা হলেন- জামায়াতের নায়েবে আমির ও  সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারি ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার, জামায়াতের শ্রমিক সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা হারুনুর রশীদ (৭৩), কাফরুল থানা জামায়াতের সভাপতি মো. তসলিম (৫০), জাহাঙ্গীর আলম (২৬), আবুল কালাম আজাদ (৭১), মো. মনসুর রহমান (৭১), জাকিরস হোসাইন (৫৯), এবিএম নুরুল্লাহ ওরফে মোহাম্মদউল্লাহ (৫৯), আবুল হাশেম (৫০), মো. সাব্বির (২২), মজিবর রহমান ভূইয়া (৪০) ও আশরাফুল আলম ইকবাল (২৭)।

সোমবার দুপুরে রাজধানীর পল্লবীতে হারুনুর রশীদের বাড়ি থেকে এদের সবাইকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। পরে এই ১৩ জনকে আসামি করে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে পল্লবী থানায় দুটি মামলা করে পুলিশ।

Leave a Reply