জাফরুল্লাহর বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন

06/07/2015 2:37 pmViews: 4
জাফরুল্লাহর বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন

০৬ জুলাই, ২০১৫

গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা পরিচালক ড. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন জানিয়েছে গণজাগরণ মঞ্চসহ পাঁচটি সংগঠন।

সোমবার সকালে ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের দফতরে গিয়ে গণজাগরণ মঞ্চের একাংশের নেতা আনোয়ার পাশা চৌধুরীসহ অন্যন্য সংগঠনের নেতারা এ আবেদন জানান।

ট্রাইব্যুনালের রেজিস্টার সাংবাদিকদের বলেন, অভিযোগটি বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২ এ পাঠানো হয়েছে।

এর আগে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরীকে আদালত অবমাননার অভিযোগে পাঁচ হাজার টাকা জরিমানা ও এক ঘণ্টা ট্রাইব্যুনালে দাঁড়িয়ে থাকার দণ্ড দেন ট্রাইব্যুনাল-২। পরে ট্রাইব্যুনালে এক ঘণ্টা দাঁড়িয়ে সাজাভোগ করলেও জরিমানার আদেশের বিরুদ্ধে আপিল করেন তিনি। পরে আপিল বিভাগ জরিমানা স্থগিত করেন। তবে স্থগিতাদেশের কপি ট্রাইব্যুনালে না যাওয়ায় জাফরুল্লার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। আপিল বিভাগ থেকে স্থগিতাদেশের কপি ট্রাইব্যুনালে গেলে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহার করা হয়।

Leave a Reply