জাফরুল্লাহর জরিমানা মওকুফ
২৮ জুলাই ২০১৫, মঙ্গলবার
নিঃশর্তভাবে ক্ষমা চাওয়ায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীকে ট্রাইব্যুনালের করা জরিমানা মওকুফ করেছে আপিল বিভাগ। মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ বিষয়টির নিষ্পত্তি করে এই আদেশ দেন। উল্লেখ্য, ট্রাইব্যুনালের সাজার বিষয়ে বিবৃতি দেয়ায় গত ১০ই জুন ট্রাইব্যুনাল জাফরুল্লাহ চৌধুরীকে এক ঘণ্টার কারাদ- ও ৫,০০০ টাকা জরিমানা করে।