জাপা এমপি বাবলার কার্যালয়ে হামলা ভাংচুর: আহত ২
রাজধানীর শ্যামপুরে জাতীয় পার্টির (জাপা) সংসদ সদস্য সৈয়দ আবু হোসেন বাবলার ব্যক্তিগত কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও দুই কর্মীকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। বাবলার অভিযোগ, স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের ক্যাডাররা এ ঘটনা ঘটিয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে শ্যামপুরের ইকোপার্কের সামনে এ ঘটনা ঘটেছে।
দুর্বৃত্তরা কার্যালয়ের ভেতরে জিনিসপত্র ভাঙচুরের পাশাপাশি দুই জাপা কর্মীকে কুপিয়ে আহত করে। আহতরা হলেন সুমন (৩২) ও জুয়েল (৩৩)। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে হামলার ঘটনার সঙ্গে জড়িত ইউসুফ ও নাঈম নামের দু’জনকে আটক করেছে পুলিশ।
এব্যাপারে বাবলার ব্যক্তিগত সহকারী সুজন জানান, আওয়ামী লীগ নেতা সানজিদাকে লাঞ্ছিত করার জের ধরে স্থানীয় ছাত্রলীগ, আওয়ামী লীগ ও যুবলীগের কর্মীরা এ হামলা চালিয়েছে।
কদমতলী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হাবিবের নেতৃত্বে সন্ত্রাসীরা গুলি চালিয়ে আতঙ্ক সৃষ্টি করে কার্যালয়ের ভেতরে আসবাব ও এসিসহ জিনিসপত্র ভাঙচুর চালায়। এসময় তারা কার্যালয়ের ভেতরে থাকা জাপার দুই কর্মীকে কুপিয়ে আহত করে।
এ বিষয়ে বাবলা বলেন, ‘আওয়ামী লীগের কিছু নামধারী কর্মী ও হাবিব এ হামলা চালিয়েছে।
যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের বিচার করা হবে। ঘটনার সঙ্গে আওয়ামী লীগ যুবলীগের যারাই জড়িত থাকুক না কেন কেউই ছাড় পাবে না।