জাপানে মাঝারি মাত্রার ভূমিকম্প

28/10/2013 7:20 pmViews: 11

japanডেস্ক : জাপানের পূর্ব উপকূলে সোমবার একটি মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৫.৫। তবে এতে সুনামির কোন সতর্কতা জারি করা হয়নি। খবর এএফপির।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, জাপানের নমি শহরের প্রায় ৩২৪ কিলোমিটার পূর্বে স্থানীয় সময় রাত ৩টা ১৩ মিনিটে ভূ-পৃষ্ঠের ২৬ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। তবে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্ক কেন্দ্র এতে কোনো সতর্কতা জারি করেনি। উল্লে�খ্য, মাত্র দু’দিন আগে জাপানের পূর্ব উপকূলের সমুদ্র তলদেশে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে হালকা সুনামি সতর্কতা জারি করা হয়। রিখটার স্কেলে ওই ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.১। শনিবারের ওই শক্তিশালী ভূমিকম্পের ঘটনায় ফুকুশিমা পরমাণু কেন্দ্র থেকে কর্মীদের সরিয়ে নেওয়া হলেও সেখানে ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। ২০১১ সালের শক্তিশালী ভূমিকম্পের ফলে সৃষ্ট সুনামিতে এ পরমাণু কেন্দ্রের ব্যাপক ক্ষতি হয়েছিল।

Leave a Reply