জাপানে ভূমিকম্পে নিহত ৯
জাপানে শক্তিশালী ভূমিকম্পে অন্তত নয়জন নিহত হয়েছে, আহত হয়েছে সহস্রাধিক মানুষ।
বৃহস্পতিবার স্থানীয় সময় রাত সাড়ে ৯ টার দিকে ( বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টা) দেশটির কুমামতো ও কিয়েশু প্রদেশে এ ভূমিকম্প হলেও এতে পুরো জাপানই কেঁপে ওঠে। ইউএসজিএস এর তথ্যে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল জাপানের ইউকি শহর থেকে মাত্র সাত কিলোমিটার দূরে এবং গভীর সমুদ্রের ১০ কিমি এলাকা জুড়ে।
প্রথম দফা সুনামি সতর্কতা জারির পর কোনো বিপদ না ঘটলেও কুমামতো ও কিয়েশু অঞ্চলে বিপুল সংখ্যক বাড়ি ঘর ধসে পড়ে, ক্ষতিগ্রস্ত হয় রাস্তাঘাট।
কোনো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ না হলেও সরবরাহ লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় দুর্গত এলাকায় বিদ্যুৎ ও গ্যাস বন্ধ হয়ে যায়।
কুমামতোর পুলিশ কর্মকর্তা হিরোনাকি কোসাকি জানান, শুক্রবার সকাল পর্যন্ত তারা নয়জনের মৃত্যুর খবর পেয়েছেন। এদের মধ্যে চারজন পুরুষ ও পাঁচজন নারী।