জাপানে ফের শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা

16/04/2016 9:38 amViews: 10
জাপানে ফের শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা
 
জাপানে ফের  শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা
জাপানে একদিনের ব্যবধানে শুক্রবার দিবাগত রাতে আবারও পর পর দুই দফা শক্তিশালী ভূমিকম্প হয়েছে।
স্থানীয় সময় শুক্রবার দিবাগত রাত একটা ২৫ মিনিটে অল্প সময়ের মধ্যে পর পর দুই দফা ভূমিকম্পে জাপানের দক্ষিণাঞ্চলের কুয়ামোতা শহর কেঁপে ওঠে। রিখটার স্কেলে প্রথম দফা ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ১। যার কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। পরের ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৪। এই ভূমিকম্পের কেন্দ্র ছিল ৪০ কিলোমিটার গভীরে। এর পর বেশ কয়েকবার ছোট ছোট ভূ-কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়।
ভূমিকম্পের পর বলা হয়, ভূমিকম্পের কারণে উপকূলীয় এলাকাগুলোতে তিন ফুট পর্যন্ত উচ্চতার সুনামি আঘাত হানতে পারে।
এর আগে জাপানের দক্ষিণাঞ্চলে বৃহস্পতিবার পর পর দুই দফা ভূমিকম্প আঘাত হানে। এতে নয়জন নিহত হয়। আহত হয় এক হাজারেরও বেশি বেশি মানুষ। ওই ভূমিকম্পে বেশ কিছু ভবন বিধ্বস্ত হয়। এরই মধ্যে শুক্রবার আবারও ভূমিকম্প আঘাত হানল।

Leave a Reply