জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ প্রধানমন্ত্রীর

26/05/2016 11:38 amViews: 4
জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ প্রধানমন্ত্রীর
 
জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ প্রধানমন্ত্রীর
জাপানের ইসে সীমায় শিল্পোন্নত সাতটি দেশের জোট জি-৭ এর শীর্ষ বৈঠকের আউটরিচ কর্মসূচিতে যোগ দিতে জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আকাশ প্রদীপ ভিভিআইপি ফ্লাইট নম্বর বিজি ১০৭৮-এ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যান তিনি।
জাপানের স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টা নাগাদ দেশটির নাগোয়া প্রদেশের চুবু সেন্ট্রায়ার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী।
ঢাকা থেকে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে থাকছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদীন, পররাষ্ট্রসচিব শহীদুল হক, অর্থনৈতিক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন, অপর সিনিয়র সচিব ও সদস্য জিইডি অধ্যাপক ড. শামসুল আলম প্রমুখ।
এছাড়া সংবাদকর্মী, প্রধানমন্ত্রীর কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও ব্যবসায়ীদের একটি বড় দল প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন।

Leave a Reply