জাপানকে হারিয়ে প্রমিলা বিশ্বকাপ জিতলো যুক্তরাষ্ট্র
০৬ জুলাই, ২০১৫
মেয়েদের বিশ্বকাপ ফুটবলের উত্তেজনাকর ফাইনালে জাপানকে হারিয়ে তৃতীয়বারের মতো শিরোপা জিতল যুক্তরাষ্ট্র। জাপানকে ৫-২ গোলে হারিয়েছে যুক্তরাষ্ট্র।
এর আগে আর কোনও দেশ তিনবার বিশ্বকাপ জিততে পারেনি। আর বিশ্বকাপের ফাইনালে এটাই সবচেয়ে বেশি গোলের ঘটনা।
রোববার কানাডার ভ্যাঙ্কুভারে ফাইনাল খেলা দেখতে প্রায় ৫০ হাজার দর্শকের উপস্থিতি ছিল।
এই ফাইনালে যুক্তরাষ্ট্রের অধিনায়ক কার্লি লয়েডের খেলা ছিল দেখার মতো। এই জয়ে দারুণ অবদান রয়েছে তার।
খেলার ১৩ মিনিটের মধ্যে হ্যাটট্রিক করেন মিডফিল্ডার কার্লি লয়েড।
বেস্ট প্লেয়ার অব দা টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন হওয়ার সুবাদে গোল্ডেন বলটি পাচ্ছেন কার্লি লয়েড। বিবিসি বাংলা।