জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর সাভারে জাতীয় স্মৃতিসৌধে একাত্তরে আত্নদানকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন শেখ হাসিনা। মঙ্গলবার সকাল ১১টার দিকে প্রধানমন্ত্রী ফুল দিয়ে শ্রদ্ধা জানান। প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে শ্রদ্ধা জানান তিনি। শ্রদ্ধা জানানোর পর সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী। এসময় তাঁর সঙ্গে নতুন মন্ত্রিসভার সদস্যরা ছাড়াও আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।